মালদা

২৪ ঘণ্টায় ৫০৮ আবেদনকারীর হাতে জাতি শংসাপত্র তুলে রেকর্ড মালদা’র ব্লক প্রশাসনের

সরকারি বিধি অনুযায়ী তফশিলী জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণীর প্রয়োজনীয় শংসাপত্র হাতে পেতে সময় লাগে চার সপ্তাহ। কিন্তু লাল ফিতের ফাঁসে বেশীরভাগ ক্ষেত্রেই সময় লেগে যায় তারও বেশী। এবার লাল ফিতের জট কাটিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫০৮ জন আবেদনকারীর হাতে জাতিগত শংসাপত্র তুলে দিয়ে রেকর্ড গড়লেন হবিবপুর ব্লক প্রশাসন। এই অভাবনীয় কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।

            জেলাশাসক বলেন, মালদা (সদর) মহকুমা শাসক সৈয়দ এন এবং হবিবপুরের বিডিও ফুরবা দর্জি শেরপা’র যৌথ প্রয়াসে মাত্র একদিনে এতজন আবেদনকারীর দরখাস্ত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে জেলার অন্যান্য ব্লকগুলোতেও একইরকম দ্রুততার সঙ্গে এই কাজ করা। সেইজন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলাশাসক জানান, পাশাপাশি দরিদ্র্য এবং অপুষ্টির শিকার বেশ কিছু পরিবারের হাতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাঁসমুরগী এবং অর্থকরী গাছের চারাও তুলে দেওয়া হয়েছে।